ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ২:০৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফের অস্থির ডিমের বাজার এক সপ্তাহ পরে বাজারে আসবে দিনাজপুরের লিচু ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি

আইইবির উদ্যোগে `দি ইঞ্জিনিয়ার্স- রত্নগর্ভা মা` পদক প্রদান 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মায়ের তুলনা শুধু মা। মায়েদের অর্জন অতুলনীয়৷  বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি সব মায়েদের জন্য অনুকরণীয়। তিনি এমন একজন সফল মা যিনি দেশ পরিচালনার পাশাপাশি পরিবারের সন্তানদের সময় দেন৷  

আজ (রবিবার) জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ  (আইইবি)’র  সদস্যদের গর্ভধারিণী মা’কে সম্মাননা প্রদানের লক্ষ্যে আইইবি’র উদ্যোগে আইইবি মিলনায়তনে “দি ইঞ্জিনিয়ার্স-রত্নগর্ভা মা” সংবর্ধনা অনুষ্ঠানে  বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর এইসব কথা বলেন।  

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, স্পিকার একজন মা। যাঁরা নিজ নিজ কর্মে, পরিবারে সফল ও সমৃদ্ধ।  মায়েদের যত্ন নিলে জাতি ও দেশ  এগিয়ে যায়,  উন্নয়ন স্থায়ী হয়। 

অনুষ্ঠানে ভার্চ্যুয়াল বক্তব্য প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  

শিক্ষামন্ত্রী বলেন, মায়েদের যে অবদান তা স্বীকৃতি দিতে হবে৷ মায়েরা অবহেলিত হলে সমাজ রাষ্ট্র অবহেলিত হয়। নারীরা অবহেলিত হওয়ার জন্য অনেক সময় নিজেরাও দায়ী কারন জন্মের পর থেকেই নারীরা সব কিছু সহ্যকরে থাকে৷মায়েদের স্বীকৃত প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দিয়েছেন। সন্তান মায়ের পরিচয়ই বড় হতে পারে। বিধবা ভাতা, বয়স্ক মহিলা ভাতার ব্যবস্থা শেখ হাসিনা দিয়েছেন৷ 

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন(শীবলু)। 

আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী,প্রতীক কুমার ঘোষ, রনক আহসান, আইইবির মহিলা কমিটির আহবায়ক ওয়াহিদা হুদা এবং সদস্য সচিব মাকসুদা আহমেদ চাঁদনি। 

উল্লেখ্য যে, অনুষ্ঠানে ৮০ জন রত্নগর্ভা মাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে যাঁদের সন্তানেরা দেশের প্রকৌশল উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখছেন।

সিএনএসডটকম//এসএল//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//